ঢাকা: হোসেনী দালানে শিয়াদের ওপর হামলার বিষয়টি আগে থেকেই ‘তথ্য’ ছিল। তবে হামলাকারীরা ছদ্মবেশে সেখানে প্রবেশ করে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, আমাদের ওপর আস্থা রাখুন, সময় দিন। আমরা এটি বের করবো। আমরা তো জজ মিয়া তৈরি করতে পারি না। সঠিক তথ্যই বের হবে।
তিনি জানান, আগে থেকেই ম্যাসেজ ছিল হামলার। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কও ছিল। তবে ছদ্মবেশে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
দারুস সালাম থানার এএসআই হত্যার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় পলাতক রয়েছেন ধুনট থানা ছাত্রশিবিরের সভাপতি। তাকে খোঁজা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসএম/আইএ