ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শাল্লায় ২ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
শাল্লায় ২ জুয়াড়ির কারাদণ্ড

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফুল মিয়া ও চান মিয়া নামে দুই জুয়াড়িকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসিফ বিন ইকরাম এ আদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত ফুল মিয়া দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে এবং চান মিয়া একই উপজেলার পেরুয়া গ্রামের মৃত নসিব উল্লার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শাল্লা উপজেলার উজানগাঁও চোরা বস্তিতে জুয়া খেলার সময় ফুল মিয়া ও চান মিয়াকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যায়।  

শনিবার সকালে আটক দুই জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।