মৌলভীবাজার: মৌলভীবাজারে ট্রাকচাপায় অজ্ঞাত-পরিচয় (৩০) এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের দারুল উলুম মাদ্রাসার সামনে শাহ মোস্তফা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় রিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকচালক আবুল হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে দারুল উলুম মাদ্রাসার সামনে একটি ট্রাক পেছন দিক থেকে রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশা চালকের মৃত্যু হয়। এ সময় রিকশায় থাকা আরো দুই যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড