সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে লিটন (২৫) নামে এক অটোরিকশা চালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকা ইফ্ফাত এ রায় দেন।
লিটন উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর আবাসন প্রকল্পের বাসিন্দা রফিকের ছেলে।
আবাসন প্রকল্প এলাকায় গাঁজা সেবনের সময় তাকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকা ইফ্ফাত বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড