ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

এএসআই হত্যার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এএসআই হত্যার ঘটনায় মামলা ইব্রাহীম মিয়া

ঢাকা: দায়িত্ব পালনরত অবস্থায় নিহত দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহীম মিয়া (৪০) হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) মধ্য রাতে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা (মামলা নং ৬০) দায়ের করেন।

মামলায় উল্লেখিত আসামিদের নাম মাসুদ রানা ও এনামুল হক।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুকুল ইসলাম বাংলানিউজকে জানান, মামলাটি শনিবার মধ্যরাতে দায়ের করে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবি পশ্চিম টিম এই মামলার তদন্ত করছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি পশ্চিম) সাজ্জাদুর রহমান জানান, আমরা দায়িত্ব পেয়ে তদন্ত শুরু করেছি। এ ঘটনায় একজন আটক রয়েছে। আশা করছি শীঘ্রই অপর আসামিকে আটক করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এনএ/জেডএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।