ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও অপর দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরো পাঁচ জন আহত হয়েছেন।



শনিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের জয়ধর আলীর ছেলে অটোরিকশা চালক জিয়াউর রহমান (২৮), হবিগঞ্জ সদর উপজেলার নিশাপট গ্রামের মৃত সমুজ আলীর ছেলে অটোরিকশা যাত্রী শাহ আলম বুলবুল (৪০) এবং বাহুবল উপজেলার তুগলী গ্রামের কাজল করের ছেলে বিনোদ কর (৪০)।

আহতদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার নিশাপট গ্রামের নূর উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৪০) ও একই উপজেলার কাজীরগাঁও গ্রামের সামসু মিয়ার স্ত্রী দিলারা বেগমকে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের জানু মিয়ার স্ত্রী সালেহা বেগম (৩৫), তার ছেলে সাদিক খন্দকার (৩) ও রাকিব খন্দকারকে (১০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরে সিলেট থেকে ঢাকাগামী রূপসী বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস শায়েস্তাগঞ্জ থানার কাছে পেছন থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক অটোরিকশা যাত্রী শাহ আলম বুলবুলকে মৃত ঘোষণা করেন।

পরে, চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে অটোরিকশা চালক জিয়াউর রহমান ও পৌনে ১টার দিকে অটোরিকশা যাত্রী বিনোদ করের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।