ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অটোমিল মালিক অ্যাসোসিয়েশনের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
ঝিনাইদহে অটোমিল মালিক অ্যাসোসিয়েশনের সম্মেলন

ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা অটোমিল (ধান-চাল) মালিক অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ আব্দুল হাই এবং বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

সম্মেলনে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মন্ডল, অটোমিল মালিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম।

জেলা অটোমিল মালিক অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক বিকাশ কুমার বিশ্বাসের পরিচালনায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হয়। এ সময় জেলার পাঁচ শতাধিক ধান ও চালের অটোমিল মালিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।