ঢাকা: ইমাম হোসেন (রা.)-এর শহীদ দিবসকে স্মরণ করে রাজধানীর মিরপুর থেকে শেষ দিনের শোক র্যালি বের করেছে শিয়া সম্প্রদায়ের মানুষরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে মিরপুর ৫ নম্বর এভিনিউ থেকে দরবারে পাঞ্জাতনী এ র্যালি বের করে।
এদিকে বিকেল ৫টার মধ্যে র্যালি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। র্যালিতে নিরাপত্তায় রয়েছে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা।
আশুরা উপলক্ষে তাজিয়া আর আখড়া মিছিলের অংশ হিসেবে শেষ দিনের আনুষ্ঠানিকতায় রয়েছে ‘ঠাণ্ডা’ কর্মসূচি। ইমাম হোসেন (রা.)-এর শহীদ দিবসকে কেন্দ্র করে দশ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ইমামবাড়া, পতাকা, ঢাক-ঢোল নিয়ে শোকের প্রকাশ হিসেবে শরীর থেকে রক্ত ঝরিয়ে ছিল নানা কর্মসূচি।
মহানবী হযরত মুহম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। শোকের প্রতীক হিসেবে সারা বিশ্বের মুসলমান সম্প্রদায় ১০ মহরম নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন।
রাজধানীর মিরপুরেও ছোট বড় অর্ধশত ইমামবাড়া তৈরি করে শোক পালন করছেন শিয়া সম্প্রদায়। শোকের প্রতীক পতাকা দিয়ে সাজানো হয়েছে অলিগলি।
শিয়া সম্প্রদায়ের পাশাপাশি সুন্নি সম্প্রদায়ের ঘরেও ইমামবাড়া তৈরি করে আশুরা পালন করতে দেখা গেছে।
এদিকে গতরাতে রাজধানীর হোসেনী দালান এলাকায় বোমা হামলার ঘটনায় কিছুটা আতঙ্ক বিরাজ করছে শিয়া সম্প্রদায়ের মধ্যে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমআইএইচ/এটি
** রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল