খুলনা: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় খুলনা মহানগরে পবিত্র আশুরা পালিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নগরের বিভিন্ন এলাকায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত আঞ্জুমান-এ-পাঞ্জাতানি’র উদ্যোগে নগরের আলতাপোল লেনের ইমাম বাড়ি থেকে তাজিয়া মিছিল ছাড়াও সভা-সমাবেশের আয়োজন করা হয়।
আশুরা উপলক্ষে ‘ইয়া হোসেন, ইয়া হোসেন’ এই ধ্বনিতে এবং আরবি লেখা সজ্জিত বিভিন্ন রংয়ের পতাকা নিয়ে মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের মুসলমানরা।
শিশু আসগরের প্রতীকী দোলনার মাধ্যমে স্মরণ করা হয় ৬১ হিজরির ফোরাত নদীর তীরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা।
তাজিয়া মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের ইমাম বাড়িতে গিয়ে শেষ হয়।
শোক মিছিল পূর্ব আলোচনায় বক্তব্য দেন-খালিশপুর হাউজা-এ- ইলমিয়া’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী।
পবিত্র মহররম মাসের তাৎপর্য ও গুরুত্বকে স্মরণ করে ইমামবাড়িতে মহররমের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে কারবালার মর্মান্তিক বিয়গান্ত ঘটনা’র ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মো. আনিসুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমআরএম/এমএ