রাজবাড়ী: রাজবাড়ীতে কলেজছাত্র বিপুল হাওলাদার (২৫) খুনের ঘটনায় জড়িতদের বাড়িঘর ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে খুনি মিথুন ও তসলিমের বাড়িঘর পুড়িয়ে দেয় গ্রামবাসী।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আব্দুল হালিম বাংলানিউজকে জানান, আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্তণে রেখেছে।
শুক্রবার রাত ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বিপুল হাওলাদার (২৫) খুন হন। তিনি রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআর