সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির দুই গ্রুপ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় রোববার (২৫ অক্টোবর) সকাল ৬টা থেকে ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
এ দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. গোলাম কিবরিয়া বাংলানিউজকে এ তথ্য জানান।
১৪৪ ধারার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হকের নির্দেশে শনিবার বেলা সাড়ে ৪টা থেকে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।
স্থানীয় বিএনপির দুই গ্রুপ রোববার (২৫ অক্টোবর) উপজেলার গরুর হাট এলাকায় একই সময় এক সমাবেশের ডাক দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই