মেহেরপুর: শ্রমিক ইউনিয়ন ও পত্রিকা পরিবহন ব্যবসায়ী নেতার দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরে মোটর শ্রমিকদের ডাকে জেলার অভ্যন্তরীণ রুটসহ কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা ও বাংলাদেশ পত্রিকা পরিবহন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন রিন্টুর বিরোধের জের ধরে শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, শুক্রবার সন্ধ্যায় আহসান হাবীব সোনা ও আক্তার হোসেন রিন্টুর মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ তৈরি হয়। এ সময় সোনাকে লাঞ্ছিত করেন রিন্টু। এর জের ধরে শনিবার দুপুরে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।
এদিকে, মালিক সমিতিকে না জানিয়ে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দায়ী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল।
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় উভয়পক্ষের সঙ্গে আলাপের মাধ্যমে রোববার থেকে বাস চলাচল শুরুর চেষ্টা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআর