ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হোসনী দালান এলাকায় হামলায় আসক’র উদ্বেগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
হোসনী দালান এলাকায় হামলায় আসক’র উদ্বেগ

ঢাকা: পুরান ঢাকার হোসনী দালান এলাকায় বোমা হামল‍ায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।  

একই সঙ্গে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনয়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।



শনিবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটির  নির্বাহী পরিচালক সুলতানা কামাল এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়ে শুক্রবার ২৩ অক্টোবর রাত পৌনে ২টার দিকে ওই এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

‘শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষের ধর্মীয় রীতিনীতি পালনের কাজে গভীর রাতে এ ধরনের হামলা চরম নিন্দনীয়। এ ঘটনায় আরও একবার সন্ত্রাসবাদের এবং সাম্প্রদায়িক হামলার ভয়ংকর চেহারা আমাদের সামনে প্রতিভাত হয়েছে। ’

সম্প্রতি নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।