ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পান চাষিদের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
চুয়াডাঙ্গায় পান চাষিদের প্রতিবাদ

চুয়াডাঙ্গা: আড়তদারদের বিরুদ্ধে দৌরাত্ম্য ও চাঁদাবাজির অভিযোগ তুলে এর কঠোর প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গার পান চাষিরা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সন্মেলনে তারা এ প্রতিবাদ জানান।



সংবাদ সম্মেলনে স্থানীয় পান চাষি সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে গত রোজার মাস থেকে খাজনা বাদে শতকরা চার টাকা বেশি আদায় করছে আড়তদাররা। জেলার বিভিন্ন স্থানে প্রতি সপ্তাহে ৫০টি হাটে প্রায় ৩০ কোটি টাকার পান বেচাকেনা হয়। এসব হাট থেকে ‘সিট কাটার’ (অতিরিক্ত খাজনা) নামে পান চাষিদের কাছ থেকে সপ্তাহে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে এর আগে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেও কোনো ফল হয়নি বলে বলে জানান গোলাম রসুল।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।