ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় কারেন্ট জাল ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
পাকুন্দিয়ায় কারেন্ট জাল ব্যবসায়ীর জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আজহারুল ইসলাম (২২) নামে এক কারেন্ট জাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড  দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসেন খান এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মো. ফাইজুল ইসলামের ছেলে।

এরআগে শুক্রবার রাতে ৮০ হাজার টাকা মূল্যের কারেন্ট জালসহ তাকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে বিচারক এ জরিমানার নির্দেশ দেন।

এদিকে, দুপুরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।