ময়মনসিংহ: র্যাব-পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
ময়মনসিংহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণভাবেই তাজিয়া মিছিলটি শেষ হয়েছে। এতে র্যাবের তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল।
জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে এ মিছিলে দু’স্তরের নিরাপত্তা দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘন্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএইচ