ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে কড়া নিরাপত্তায় তাজিয়া মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
ময়মনসিংহে কড়া নিরাপত্তায় তাজিয়া মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে বড়বাজার এলাকায় এসে এটি শেষ হয়। এ সময় ‘ইয়া হোসেন, ইয়া হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে উঠে নগরীর রাজপথ।

ময়মনসিংহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণভাবেই তাজিয়া মিছিলটি শেষ হয়েছে। এতে র‌্যাবের তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল।

জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে এ মিছিলে দু’স্তরের নিরাপত্তা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘন্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।