ঢাকা: পুরান ঢাকায় তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
শনিবার (২৪ অক্টোবর) সংগঠনের দফতর সম্পাদক আবু তাহের মিয়ার পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি, পরমত সহিষ্ণুতা, শান্তিপ্রিয় দেশ ও জাতি হিসেবে বাঙালির সমাজব্যবস্থার ঐতিহ্য দেশ-বিদেশে সমাদৃত। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা ও তার চেতনা ধারণ করা আমাদের মহান সংবিধানেও স্বীকৃত।
বিবৃতিতে আরও বলা হয়, মহান স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্রব্যবস্থাকে যারা অদ্যাবধি মেনে নিতে পারেনি, তারা ও তাদের দোসর দেশি-বিদেশি চক্র স্বাধীনতা পরবর্তী সময় থেকে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এরা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে ধর্মীয়, রাষ্ট্রীয় সংখ্যালঘু, আদিবাসীসহ দেশের মানুষের বিভিন্ন অনুষ্ঠানে বাধা সৃষ্টি, হত্যা, হামলা করে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা চালিয়ে আসছে।
এতে বলা হয়, শুক্রবার রাতে রাজধানীতে পবিত্র মহরম উপলক্ষে তাজিয়া মিছিলে বোমা হামলা, মানুষ হত্যা, শতাধিক আহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় আমরা মর্মাহত। আমরা এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসঙ্গে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এইচএ/