ঢাকা: চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) শুরু হওয়া এ মহড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আট দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন কৌশল অনুশীলন করবে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এটি।