ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে তাজিয়া মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
বরিশালে তাজিয়া মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরীর ফলপট্টি এলাকা থেকে তাজিয়া মিছিল শুরু হয়।



ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা নিয়ে মিছিলটি নগরীর চকবাজার, লাইন রোড, সদর রোড, কাকলীর মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ একই এলাকায় এসে শেষ হয়।  

এ সময় তাজিয়া মিছিল দেখতে রাস্তার দুইপাশে ভিড় করেন উৎসুক জনতা।

এদিকে, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে ছিলেন।

আশুরার তাজিয়া মিছিল উপলক্ষে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হয় বলে বাংলানিউজকে জানান বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আনসার উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।