নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পাঁচ হত্যা মামলার অন্যতম আসামি মো. জাকির হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে র্যাব-১১’র অধিনায়ক এএসপি মো. আলেপ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে সন্ত্রাসী জাকির হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, অস্ত্র তৈরির সরঞ্জাম, পাঁচটি দেশীয় এলজি ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত রফিক উল্যা মিস্ত্রির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে দিনে-দুপুরে স্থানীয় আমিশাপাড়া বাজারে ধানসিঁড়ি হোটেলে গুলি করে হত্যা করে সন্ত্রাসী জাকির।
একই উপজেলায় ২০১৫ জানুয়ারিতে মোর্শেদ হত্যা, ২০১৪ সালের আগস্টে পিয়াস হত্যা, ২০১৩ সালের পারভেজ হত্যা ও ২০০৯ সালের জাফর হত্যার সঙ্গে সন্ত্রাসী জাকিরের সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানায় পুলিশ।
জাকির তার বাহিনীর মাধ্যমে এলাকার লোকজনকে বিভিন্ন কায়দায় জিম্মি করে চাঁদাবাজি, ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো বলে স্থানীয়রা অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই