ঢাকা: পুরান ঢাকার হোসনী দালানে তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) শেখ মারুফ হাসানকে প্রধান করে তিনি সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন ডিএমপি’র যুগ্ম কমিশনার (অপারেশন) মীর রেজাউল আলম ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মাশরুকুর রহমান খালেদ।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কমিটিকে আগামী সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দফতর।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এনএইচএফ/এটি
** দেশকে অস্থিতিশীল করতেই তাজিয়া মিছিলে হামলা