ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দ মহসিন আলীর চেহলাম সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
সৈয়দ মহসিন আলীর চেহলাম সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর চেহলাম সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মন্ত্রীর বাড়ির অভ্যন্তরে, সামনে ও বাড়ি সংলগ্ন মিনিবাস টার্মিনালে প্যান্ডেল তৈরি করে খাবারের ব্যবস্থা করা হয়।

 

চেহলামে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও হুইপ মো. শাহাব উদ্দিন এমপিসহ মন্ত্রীর শুভাকাঙ্খীরা অংশ নেন।  

চেহলামে বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য পৃথক আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এতে ৩৪টি গরু ও ৫০টি খাসি জবাই করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।