ঢাকা: ‘পর্যটন বছর-২০১৬’ কে সামনে রেখে বাংলাদেশ-ভারতের নদী পথ দিয়ে আন্তঃদেশীয় নদীভিত্তিক পর্যটনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ভিজিট বাংলাদেশ ২০১৬ ক্যাম্পেইন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা জানান।
উড়োজাহাজ পরিবহন ও পর্যটন নিয়ে কাজ করা সংবাদকর্মীদের সংগঠন অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) ও অনলাইন ভিত্তিক পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান অফরোড বাংলাদেশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
দুই দেশের নদীভিত্তিক এই পর্যটনের সূচনা করতে শিগগিরই বাংলাদেশ-ভারতের মধ্যে একই চুক্তি সই হবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি রাশেদ খান মেনন।
তিনি বলেন, নদীপথ বিদেশি পর্যটকদের অনেক বেশি আর্কষণ করবে। দেশের পর্যটন শিল্পকেও এটি অনেক এগিয়ে নেবে। আন্তঃদেশীয় নৌপরিবহনে পর্যটকেরা ভিন্নমাত্রার পর্যটনের স্বাদ পাবেন।
‘প্রাকৃতিক সৌন্দর্যে ও পর্যটনবান্ধব জায়গা এবং মানুষ থাকা সত্ত্বেও আমরা এ শিল্পে একটি একক গন্তব্য হিসেবে বাংলাদেশকে নিয়ে যেতে পারছি না। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ,’ আক্ষেপ করে বলেন পর্যটন মন্ত্রী।
সম্ভাবনা থাকলেও বাংলাদেশের পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়নি মন্তব্য করে তিনি বলেন, এ শিল্পকে গুরুত্ব সহকারে উপস্থাপন করতে হবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি সংবাদকর্মীদেরও কাজ করতে হবে।
রাশেদ খান মেনন বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনেক আকর্ষণীয় দর্শনীয় স্থান রয়েছে। যেখানে দেশ-বিদেশের পর্যটকরা অনেক স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। কিন্তু আমরা বিশ্বের কাছে সেভাবে নিজেদের তুলে ধরতে পারছি না।
সুন্দরবন, পাহাড়পুর, রাতারগুল, কক্সবাজারসহ দেশের দর্শনীয় স্থানের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের চেয়েই পর্যটন শিল্পে আমরা এগিয়ে। কিন্তু নিজেদের ভালোভাবে উপস্থাপনের কারণে পর্যটকের মনোযোগ কেড়ে লাভবান হচ্ছে তারা।
স্থানীয় সরকার পর্যটন শিল্পকে সহযোগিতা করতে একটি কনফারেন্সের মাধ্যমে বৌদ্ধ পর্যটন সার্কিট বাংলাদেশে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন, এ উপলক্ষে চলতি সপ্তাহে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।
এটিজেএফবি প্রেসিডেন্ট নাদিরা কিরণের সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির, অফরোড বাংলাদেশ এর সিইও ফেরদৌস মোত্তাকিন, এটিজেএফবি-এর সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
একে/এমএ