নীলফামারী: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার হাশিমপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে পুলিশ সদস্য সোহেল আফজাল (৫০) নিহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে দুপুর আড়াইটার দিকে অটোরিকশা যোগে দিনাজপুর থেকে চিরিরবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন সোহেল। হাশিমপুর এলাকায় অটোরিকশাটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বাংলানিউজকে জানান, নিহত সোহেল আফজালের বাড়ি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলায়। তিনি নীলফামারী কোর্ট পুলিশের পরিদর্শক ছিলেন। তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এএটি/টিআই