কুমিল্লা: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বাংলাদেশের সব রেল লাইন পর্যায়ক্রমে ডাবল লাইনে রূপান্তর করা হবে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা রুটে হাইস্পিড বুলেট ট্রেন চালু করা হবে।
মন্ত্রী আরো বলেন, পদ্মাসেতুর রেললাইন স্থাপনের চুক্তি হচ্ছে এবং যমুনা সেতুর প্যারালাল আরেকটি রেলসেতু হবে।
এছাড়া দোহাজারী-কক্সবাজার রুটে রেললাইন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকায় বঙ্গবন্ধু স্কয়ার ও ডায়াবেটিক হাসপাতালের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, জোনাল সেটেলমেন্ট অফিসার ওমর ফারুক, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআর