ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে যুবককে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
মুন্সীগঞ্জে যুবককে গণপিটুনি ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে রাখা বেসরকারি একটি অ্যাম্বুলেন্স চুরি করার সময় মো. সোহাগ (২৩) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে গণপিটুনির ঘটনাটি ঘটে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স রেখে চালক পাশের রেস্টুরেন্টে খেতে যান। এর মধ্যে সোহাগ নকল চাবি দিয়ে অ্যাম্বুলেন্সটি স্ট্রার্ট দেওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে সবাই মিলে তাকে আটক করে গণপিটুনি দেন। পরে আহত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, আটক সোহাগের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আন্ত‍ঃজেলা গাড়ি চোর সিন্ডিকেটের সদস্য কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।