মেহেরপুর: মেহেরপুর প্রতিবন্ধী বিদ্যালয়কে ৩৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে গাজীপুরের মরিয়ম ফাউন্ডেশন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয়টিতে উপস্থিত হয়ে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলামের হাতে এই টাকা তুলে দেওয়া হয়।
মরিয়ম ফাউন্ডেশনের পক্ষে এই সহায়তার টাকা হস্তান্তর করেন চানেল আইয়ের নিউজ প্রেজেন্টার সোহেল ফয়সাল অরুপ।
এ সময় মেহেরপুর প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক তুহিন আরণ্য, সাধারণ সম্পাদক শোয়েব রহমান, যুগ্ম-সম্পাদক ইয়াদুল মোমিন, সাংগঠনিক সম্পাদক জানে আলম, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান রিটন, পুনর্বাসন ও কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালি খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই