ঢাকা: তুরাগ থানাধীন ধৌর উত্তর এলাকা থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে ধৌর উত্তর এলাকার উত্তরণ প্রপার্টিজের একটি খালি জায়গা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়েছে।
শিশুটির মুখে আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পরে দুর্বৃত্তরা তাকে বস্তাবন্দি করে ফেলে যায়। সব আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য রাতে শিশুটির মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এজেডএস/এটি