কিশোরগঞ্জ: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ ও পরিচালক গাজী গোলাম আসরিয়াকে সংবধর্না দিয়েছে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুল মান্নান।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি বাদল রহমান, কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ফাতেমা জহুরা আক্তার, বিভিন্ন জেলার চেম্বার গ্রুপের নির্বাচিত পরিচালকসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির আওতায় নারী প্রশিক্ষণার্থীদের ২০টি সেলাই মেশিন ও ২০টি বিউটিসিয়ান বক্স উপহার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই