ঢাকা: পুরান ঢাকার হোসনী দালানে বোমা হামলার ঘটনায় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ‘দায় স্বীকার’ করেছে বলে খবর দিয়েছে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ নামের একটি ওয়েবসাইট।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ওয়েবভিত্তিক নজরদারি সাইটটি।
সাইট ইন্টিলিজেন্স গ্রুপের পক্ষ থেকে বলা হয়, আইএস দায় স্বীকার করে বলেছে, ‘বাংলাদেশে খেলাফতের যোদ্ধারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। বহু-ঈশ্বরবাদের ধর্মীয় অনুষ্ঠানের কারণে এই হামলা চালানো হয়েছে। ’
বাংলাদেশে দুই বিদেশি হত্যাকাণ্ডের পর সন্ত্রাসী কার্যকলাপের ওপর নজরদারি চালানো ওয়েবসাইটটি জনিয়েছিল, দুই বিদেশি হত্যাকাণ্ডে দায় স্বীকার করেছে আইএস।
পবিত্র আশুরা উপলক্ষে মিছিলের প্রস্তুতিকালে হোসেনী দালানে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বোমা হামলায় এক কিশোর নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক লোক।
বাংলাদেশ সময়: ২৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমআইএইচ/এইচএ/