ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীদের অবদান ছাড়া অর্থনীতির গতি সঞ্চার হয় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
ব্যবসায়ীদের অবদান ছাড়া অর্থনীতির গতি সঞ্চার হয় না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: ব্যবসায়ীদের অবদান ছাড়া সরকারের অর্থনীতির গতি সঞ্চার হয় না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি ও পরিচালককে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



প্রতিমন্ত্রী বলেন, দেশে ব্যবসায়ীসহ অনেকেই আছেন যারা আয়করের আওতায় আসতে পারেন। কিন্তু তারা আসতে চান না। আপনাদের কাছে অনুরোধ আপনারা আয়কর দেবেন।

তিনি বলেন, ব্যবসায়ীরা সরকারের অর্থনীতি বিশাল অবদান রাখেন। তাদের অবদান ছাড়া সরকারের অর্থনীতি গতি সঞ্চার করা যায় না। সে জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুল মান্নান, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ড‍াস্ট্রির সভাপতি বাদল রহমান ও কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ফাতেমা জহুরা আক্তার।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।