চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া এলাকায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকার একটি মেহগুনি গাছের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, নিহত তরুণীর পরনে ছিল লাল পায়জামা ও ছাপা বোরকা। তার বয়স প্রায় ২৫ বছর হবে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
অজ্ঞাত ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এএটি/টিআই