মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় আবু বক্কর (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আবু বক্কর উপজেলার নওপাড়া গ্রামের মৃত পাঁচু মণ্ডলের ছেলে।
গাংনী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফজর আলী বাংলানিউজকে জানান, বিকেলে নওপাড়া বাজারে অভিযান চালিয়ে পাঁচ পুরিয়া গাঁজাসহ আবু বক্করকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এএটি/এসআর