চুয়াডাঙ্গা: যুবলীগ কর্মী জিলকারের নামে মামলা প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে চুয়াডাঙ্গা যুবলীগ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন-চুয়াডাঙ্গা জেলা যুবলীগের অন্যতম নেতা নঈম হাসান, আব্দুল কাদের, গোলাম মস্তাফা লাল, ছাত্রলীগের সাবেক সাধারণ সভাপতি রেজাউল করিমসহ অন্যরা।
বক্তার অবিলম্বে যুবলীগ কর্মী জিলকারের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমানকে জিপুকে গ্রেফতারের দাবি জানান।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান জিপু চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে জিপু তার গাড়ি বহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন। ওই ঘটনায় যুবলীগ কর্মী জিলকারকে আটক পুলিশে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই