ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
চুয়াডাঙ্গায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গা: যুবলীগ কর্মী জিলকারের নামে মামলা প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে চুয়াডাঙ্গা যুবলীগ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-চুয়াডাঙ্গা জেলা যুবলীগের অন্যতম নেতা নঈম হাসান, আব্দুল কাদের, গোলাম মস্তাফা লাল, ছাত্রলীগের সাবেক সাধারণ সভাপতি রেজাউল করিমসহ অন্যরা।

বক্তার অবিলম্বে যুবলীগ কর্মী জিলকারের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমানকে জিপুকে গ্রেফতারের দাবি জানান।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান জিপু চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে জিপু তার গাড়ি বহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন। ওই ঘটনায় যুবলীগ কর্মী জিলকারকে আটক পুলিশে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।