ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিইউপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
বিইউপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা সম্পন্ন

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ব্যবসা, যোগাযোগ ও বিজ্ঞাপন তৈরি বিষয়ে ‘ক্রিয়েড্রাইভ-২০১৫’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুর সেনানিবাসে বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



সেনা কল্যাণ সংস্থা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে বিইউপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে জানানো হয়, বিইউপি কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে দেশের সরকারি-বেসরকারি ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৮টি দল অংশ নেয়।

এর মধ্যে ৬টি সেরা দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর টিম ‘জেনে সা কু’।

প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ হয় যথাক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘সেকেন্ড স্ট্রিং’ ও ‘মাইন্ড ওভার মাইলস’ দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

‍এতে বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।