বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি কাকাতুয়া পাখি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে এসব পাখি উদ্ধার করা হয়।
এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, ভারত থেকে পাখি পাচারের গোপন সংবাদের ভিত্তিতে তারা বারোপোতা গ্রামে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা একটি খাঁচা ফেলে পালিয়ে যায়। পরে ওই খাঁচা থেকে ১০টি কাকাতুয়া পাখি উদ্ধার করা হয়।
বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত পাখিগুলো বেনাপোল বন্যপ্রাণি সংরক্ষণ জুনিয়র কর্মকর্তা বায়েজিদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআর