গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় সেন্টু শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে কাশিয়ানীর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কৃষ্টপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, রাতে সেন্টু শেখ মোটরসাইকেল যোগে একই উপজেলা তিলছাড়া থেকে রামদিয়া যাচ্ছিলেন। তিনি গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এএটি/টিআই