ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে মাইক্রোবাসের ধাক্কায় সানি (৬) নামে এক শিশু মারা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সানির প্রতিবেশী রফিক বাংলানিউজকে বলেন, মিরপুর ডিওএইচএসের সাগুফতা ক্যান্টিনের সামনে বড় ভাই রাব্বির সঙ্গে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয় সানিকে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়। রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সানির বাবা মোহাম্মদ সেলিম মিয়া দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি। মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। সানির পরিবার মিরপুর-১২ নম্বরের কালা মামার বস্তিতে থাকে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সানির মরদেহ বর্তমানে জরুরি বিভাগের মর্গে রয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এজেডএস/ইউএম/এএ