ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে রবিউল হক (২৬) নামে এক যুবক মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফেনী শহরের পৌর হকার্স মার্কেট সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ফেনী স্টেশনে প্রবেশের সময় রেল লাইনের পাশঘেঁষে হাঁটতে থাকা রবিউলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত রবিউল খান ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ফেনীতে কর্মরত ছিলেন।
ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেসবাহ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এএ