ঢাকা: রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। এর প্রভাবে বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজিতে দাম কমেছে ৫ থেকে ১০ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কচুক্ষেত ও মুগদা বাজারে সরেজমিনে সবজির দাম কমার বিষয়টি জানা যায়।
টানা তিন সপ্তাহ ধরে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম বাড়ছিল। কিন্তু চলতি সপ্তাহ থেকে শীতের সবজি আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা।
রাজধানীর বাজারে শশা কেজিতে গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা প্রতি কেজি, যা গত সপ্তাহে ১১০ টাকায় বিক্রি হয়। পটল কেজিতে গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কাঁচা পেঁপে ৫ টাকা কমে ৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
চলতি সপ্তাহে বাজারে আসা শীতের সবজি বাধাকপি (বড়) বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কচুরমুখীর দাম ১০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ১০ টাকা কমে ৬০ টাকায়।
ফুলকপি (বড়) বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বাজারভেদে শিম কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। নতুন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মূলা, ঢেঁড়স কেজি প্রতি ১০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম অপরিবর্তিত রয়েছে লাউ ও কাঁচাকলার। লাউ আকারভেদে প্রতি পিছ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কাঁচাকলার হালি ২৫ টাকা।
তবে জাতভেদে বেগুনের দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দাম কমে যাওয়ার বিষয়ে কচুক্ষেত বাজারের সবজি বিক্রেতা মো. সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, প্রতি বছর শীতের সবজি অনেক আগেই বাজারে আসে। এবার একটু দেরি হলেও আসতে শুরু করেছে, তাই দাম কিছুটা কমেছে।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সবজির দাম আরো কমবে বলে জানান এ ব্যবসায়ী।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এফবি/জেডএস