ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে বাসচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
সোনাইমুড়ীতে বাসচাপায় যুবক নিহত

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় যাত্রীবাহী বাসচাপায় মো. ওসমান (২৫) নামে এক যুবক মারা গেছেন। এসময় আহত হন দু’জন।



শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ঢাকা-নোয়াখালী সড়কের জহির গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওসমান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের শাহ আলমের ছেলে। তিনি জহির গ্যারেজে গাড়ি মেরামতের কাজ করতেন।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাতে গ্যারেজ থেকে একটি সিএনজি অটোরিকশা মেরামতের পর পরীক্ষার জন্য চালিয়ে প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন ওসমান। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওসমান মারা যান।

এসময় তার অটোরিকশায় থাকা দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হিমাচল বাসটি দ্রুত চলে যাওয়া আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।