ঢাকা: রাজধানীর রামপুরা টেলিভিশন ভবন সংলগ্ন একটি ভবন থেকে রুমের দরজা ভেঙে বিপ্লব ঘোষ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দিনগত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।
বিপ্লব বাংলানিউজের চান্দিনা উপজেলা করেসপন্ডেন্ট রনবীর কিঙ্করের ভাগ্নে। বৃহস্পতিবার (অক্টোবর) থেকে বিপ্লব ফোন রিসিভ না করায় খোঁজ নিতে ঢাকায় আসেন বলে ঘটনাস্থল থেকে জানান তিনি।
রনবীর বলেন, গত কয়েকদিন যাবত পরিবার থেকে তারা কোনো খোঁজ পাচ্ছিলো না। বারবার ফোন দিলেও রিসিভ করেনি। পূজার ছুটিতে ওই বাসার অন্যরা না থাকায় যোগাযোগও করা যাচ্ছিলো না।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) বাংলানিউজকে বলেন, এ বাড়ির দারোয়ান দু’দিন ধরে ঝাড়ু দিতে আসার সময় বাজে গন্ধ পাচ্ছিলেন। এক পর্যায়ে শনিবার রাতে সন্দেহ হলে পুলিশে খবর দেন। আমরা এসে দরজা ভেঙে মরদেহ দেখতে পাই।
তিনি আরও বলেন, এটি কোনো দুর্ঘটনা বলে মনে হচ্ছে। দরজা ঘরের দরজা জানলায় অন্য কোনো আলামত পাওয়া যায়নি। তবে তার বেডের পাশে মোবাইলটি চার্জে লাগানো ছিলো। আর তার শরীর পুড়ে কালো হয়ে অনেকটা বীভৎস হয়ে যাওয়ায় মনে হচ্ছে বৈদ্যুতিক শক লাগতে পারে। ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে দু’একদিন আগেই তার মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিপ্লব ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। বন্ধুদের সঙ্গে ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি।
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএ