নোয়াখালী: চাটখিলের খিলপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ বাবুল (২২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও ২শ ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের দত্তেরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবুল ওই এলাকার আবুল কালামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আতাউর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও ২শ ২০ পিস ইয়াবাসহ সন্ত্রাসী বাবুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএ