ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজন হত্যা

রায়ের দিন ধার্য রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
রায়ের দিন ধার্য রোববার

সিলেট: শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ হতে পারে রোববার (২৫ অক্টোবর)। এদিন মহানগর দায়রা জজ আদালতে ৩৪২ ধারায় আসামিদের মতামত ও যুক্তি-তর্ক উপস্থাপন হবে।



আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আলোচিত এ মামলার রায়ের তারিখ নির্ধারিত হতে পারে। রাজনের বাবা আজিজুল রহমান আলমের পক্ষের আইনজীবীরা অ্যাডভোকেট শওকত আলী বাংলানিউজকে বিষয়টি জানান।

গত বুধবার (২১ অক্টোবর) এ মামলায় ৩৪২ ধারায় আসামিদের মতামত (পরীক্ষা) গ্রহণের দিন ধার্য ছিল।

কিন্তু মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ ১৫ সাক্ষীর পুনরায় সাক্ষ্য নেওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন ১১ সাক্ষীর পুনরায় সাক্ষ্য নেন আদালতের বিচারক।  

এরআগে ৯ কার্য দিবসে এ মামলায় ৩৫ জন সাক্ষ্য দেন। ওই সময়টাতে পলাতক ছিলেন কামরুল। ১৫ অক্টোবর সৌদি আরব থেকে আনার পর ১৬ অক্টোবর আদালতের মাধ্যমে তাকে কারাগার ও ১৮ অক্টোবর কামরুলকে বিচারের মুখোমুখি করা হয়। ।

এদিন তার উপস্থিতিতে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।

ওইদিন কামরুলের আইনজীবী তার (কামরুলের) উপস্থিতিতে পুনরায় সাক্ষ্যগ্রহণের আবেদন করেন। আদালত এ আবেদন নামঞ্জুর করেন। পরে ২১ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন কামরুলের আইনজীবী আলী হায়দার ফারুক ১৫ সাক্ষীকে জেরা করার পুনঃআবেদন করেন। শুনানি শেষে বিচারক ১১ সাক্ষীকে জেরার অনুমতি দেন।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। নৃশংস হত্যাকাণ্ডের পর মরদেহ গুম করতে গিয়ে জনতার হাতে আটক হন কামরুলের ভাই মুহিত আলম। নির্যাতনের ২৮ মিনিটের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।