ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী বিভাগ ঘোষণার যৌক্তিকতা নিয়ে নাগরিক মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ফেনী বিভাগ ঘোষণার যৌক্তিকতা নিয়ে নাগরিক মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীকে বিভাগ ঘোষণার যৌক্তিকতা বিষয়ে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে ফেনী প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।



সভায় বক্তরা বলেন, কুমিল্লার সঙ্গে নয়, ফেনীকে আলাদা বিভাগ চাই। রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, ব্যবসা-বাণিজ্য, রেমিটেন্স সবদিক বিবেচনায় ফেনী একটি গুরুত্বপূর্ণ এলাকা। ফেনীর সোনাগাজীতে সমুদ্রবন্দর প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। বেশ কয়েকবার এ ব্যাপারে আন্তর্জাতিক সার্ভে হয়েছে। ফেনীতে সমুদ্রবন্দর প্রতিষ্ঠিত হলে ফেনীর গুরুত্ব আরও বেড়ে যাবে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে ফেনী পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের কথা। ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয়,  মেডিক্যাল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ দীর্ঘদিনের। ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ এখনও প্রক্রিয়াধীন। সোনাগাজীর বিশাল চরাঞ্চলে ইকোনমিক জোন প্রতিষ্ঠার দাবি সর্বস্তরে জনগণের।

প্রেসক্লাব সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহাম্মদ মিস্টার, ফুলগাজী উপজেলা  চেয়ারম্যান আবদুল আলিম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা জামায়াতের আমির একেএম শামছুদ্দিন, সেক্রেটারি আবু ইউছুফ, জয়নাল হাজারি কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, নাছির মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেব, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম নবী, জেলা জাতীয়পার্টির সভাপতি মোশারফ হোসেন, সিনিয়ার সহ-সভাপতি ইসমাইল হোসেন খোকন।

ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমির বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে সময় টেলিভিশনের ফেনী ব্যুরো প্রধান ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতেয়ার মুন্না, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।