ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রোববার নিজস্ব ভবনে যাচ্ছে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
রোববার নিজস্ব ভবনে যাচ্ছে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মধুপুর (টাঙ্গাইল): আট বছর ভাড়া ভবনে থেকে পরিচালিত হওয়ার পর টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজস্ব ভবনে স্থানান্তরিত হতে যাচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবন উদ্বোধন হবে।



স্থানীয় নিউ মার্কেটের দ্বিতীয় তলার ৭/৮টি কক্ষ ভাড়া নিয়ে ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ চলা। নতুন এ ভবন উদ্বোধন করবেন সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান সংসদের অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি।

অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (মহাখালী) ডা. দীন মোহাম্মদ নূরুল হক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, টাঙ্গাইলের ডিসি মাহবুব হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলার ৬ষ্ঠ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবির বাংলানিউজকে জানান, ইউএইচঅ্যান্ডএপপিও, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, দু’জন মেডিক্যাল অফিসার, একজন আরএমও পদের এ হাসপাতাল এতদিন খুব কষ্টে পরিচালিত হয়েছে। রোববার থেকে সে কষ্ট দূর হবে।

বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।