ঢাকা: স্ত্রীর গলার চেইন ছিনিয়ে নিয়ে স্বামীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যা করে পালিয়েছে ছিনতাইকারীরা।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
নিহত অনন্ত বিশ্বাসে (২৮) স্ত্রী কাকলী বাংলানিউজকে জানান, পূজার ছুটি শেষে তারা গাইবান্ধা সদর থেকে ভোর সাড়ে ৫টায় মিরপুর শেওড়া পাড়া যাওয়ার উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে নামেন। এসময় একটি প্রাইভেট কার এসে তাদের গতি রোধ করে তার স্বামীর মাথায় লাঠির আঘাত হানে।
তিনি আরও জানান, লাঠির আঘাতে উনি রাস্তায় পড়ে যান। ছিনতাইকারীরা এসময় তার গলায় থাকা চার আনা সোনার চেইনটি টান দিয়ে ছিঁড়ে নেয়। পালানোর সময় তারা স্বামী অনন্তকে প্রাইভেটকার চাপা দেয়। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, আমরা এরকম একটি অভিযোগ পেয়েছি।
বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএ/এজেডএস