ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের রক্তিপাড়া মোড়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন।



রোববার (২৫ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মধুপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাকিম বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় চার জন নিহত এবং দু’জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের আবদুল বাছেদের ছেলে ও মধুপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী জনি (১৯), একই কলেজের শিক্ষার্থী ও একই গ্রামের আবু সেলিমের ছেলে আনোয়ার হোসেন (২০), ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামের রহিমের ছেলে দারোক আলী (৬৫) ও দেউলি বাড়ি গ্রামের মুকবুল হোসেনের ছেলে আবদুল খালেক (৪৫)।

এদের মধ্যে জনি, দারোক ও আবদুল খালেক ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর ‍আহতাবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আনোয়ার।

আহত দু’জন হলেন- সিএনজি অটোরিকশার চালক আবদুল বারেক (৩২) ও যাত্রী হাবিবুর রহমান। বারেক ঘাটাইল উপজেলার বড়চালা গ্রামের খন্দকার আবুল হোসেনের ছেলে। হাবিবুরের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দু’জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫/আপডেট ০৮৫৩ ঘণ্টা/আপডেট ১০৪৪
আরইউ/এইচএ/এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।