ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় মো. আল-আমিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় কদম রসুল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত আল-আমিনকে সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিম ধোলাইপাড় এলাকার বাসিন্দা।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, ভোর ৫টার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ কদম রসুল মসজিদের সামনে ৪-৫ জন ছিনতাইকারী আল-আমিনের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে দু’টি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত আল-আমিন বাসায় পৌঁছে পরিবারের লোকজনের সহায়তায় ঢামেকে ভর্তি হন বলেও জানান মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এজেডএস/আরইউ/এইচএ/