ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় যুবককে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
গেন্ডারিয়ায় যুবককে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় মো. আল-আমিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় কদম রসুল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।



আহত আল-আমিনকে সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিম ধোলাইপাড় এলাকার বাসিন্দা।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, ভোর ৫টার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ কদম রসুল মসজিদের সামনে ৪-৫ জন ছিনতাইকারী আল-আমিনের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে দু’টি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আহত আল-আমিন বাসায় পৌঁছে পরিবারের লোকজনের সহায়তায় ঢামেকে ভর্তি হন বলেও জানান মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এজেডএস/আরইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।