বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ২০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৬টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
আটকদের মধ্যে ৩ জন নারী, ২ শিশু ও ১৫ জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি যশোর, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, আটকদের দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর